সিলেটে হুন্ডি ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০১৫, ৫:৫৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটে হুন্ডি ব্যবসার অভিযোগে ভারতীয় রুপিসহ আব্দুর রহিম (২০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আটক রহিম সিলেটের কানাইঘাট উপজেলার বাউরবাগ গ্রামের সেকন্দার আলীর ছেলে।
গতকাল ২২ ফেব্রুয়ারি রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবি ৪১ ব্যাটালিয়নের কানাইঘাটের সুরাইঘাট সীমান্ত ফাঁড়ির জওয়ানরা বাউরবাগ খামারজুড়ি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে।
তার কাছ থেকে মোটরসাইকেলের সিটের নীচে রাখা এক লাখ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। সেই সঙ্গে নম্বর বিহীন মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
আটক আব্দুর রহিমকে উদ্ধার করা ভারতীয় রুপিসহ কানাইঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে রাতে বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।