রাজধানীর মিরপুরে মধ্যরাতে ‘গণপিটুনি’ ও ‘বন্দুকযুদ্ধ’ : নিহত ৪
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০১৫, ৫:৩২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
রাজধানী ঢাকার মিরপুরে দুটি ঘটনায় চারজন নিহত হয়েছে।
পুলিশ জানিয়েছে গতকাল রোববার রাতে ‘গণপিটুনি’ ও ‘বন্দুকযুদ্ধে’ তারা নিহত হয়েছেন।
মিরপুর থানা পুলিশ জানিয়েছে আব্দুল ওদুদ নামের এক ব্যক্তিকে তারা সকালে আটক করে। পরে রাতে তাকে নিয়ে অভিযানে বের হয় পুলিশ।
প্রায় দেড়টার দিকে কল্যাণপুর এলাকায় অভিযান চালানোর সময় ওদুদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
এসময় পুলিশের গুলিতে মোহাম্মদ ওয়াদুদ ব্যাপারি নিহত হন বলে জানান মিরপুর থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা।
তিনি জানান ওয়াদুদ মিরপুর থানার ১০নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে বোমা হামলাসহ একাধিক ঘটনায় দায়ের করা মামলার আসামী।
ওদিকে পুলিশের তথ্য অনুযায়ী রোববার রাত দশটার দিকে শেওড়াপাড়া এলাকায় বাসে আগুন দেয়ার সময় তিন যুবককে গণপিটুনি দেয়।
পরে রাত প্রায় দুটোর দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
তবে পুলিশ গণপিটুনিতে নিহত হওয়ার কথা বললেও নিহতদের শরীরে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা।