বড়লেখায় বন্যা আশ্রয় কেন্দ্রের নব-নির্মিত ভবনের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০১৫, ৫:১৮ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার টেকাহালী উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট দ্বিতল একাডেমিক ভবন কাম বন্যা আশ্রয় কেন্দ্রের নব-নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
গতকাল ২২ ফেব্রুয়ারি রোববার প্রায় এক কোটি টাকা ব্যয়ে প্রধান অতিথি হিসেবে দ্বিতল একাডেমিক ভবনের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান, ভারপ্রাপ্ত তালিমপুর ইউপি বেলাল আহমদ, যুবলীগ নেতা নাজমুল ইসলাম প্রমুখ।