সালিশ বৈঠকে সৃষ্ট সংঘর্ষে আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০১৫, ৭:১৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সালিশ বৈঠকে বাদানুবাদকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে আহত ছাত্রলীগ কর্মী সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল ২১ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে ৭টায় মারা গেছে।
জানা যায়, মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় সালিশ বৈঠককে পরস্পর বিরোধী বাদানুবাদকে কেন্দ্র করে গত ২০ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগ কর্মী জুয়েল আহমদ (২৩) কে ধারালো অস্ত্র দিয়ে প্রতিপক্ষ গুরুতর আহত করে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। এরপর আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। শুক্রবার রাত থেকে শনিবার দিন পর্যন্ত জুয়েল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সে ওই দিন সাড়ে ৭টায় হাসপাতালে মারা যায়।
পৌর যুবলীগ সাধারণ সম্পাদক বদরুল আলম জানান, জুয়েল সিলেট হাসপাতালে মারা গেছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ সালেক জানান আহত জুয়েল হাসপাতালে মারা গেছে বলে শুনেছি।