বাঁশখালির দুর্গম পাহাড়ে জঙ্গিক্যাম্প, অস্ত্রসহ আটক ৫
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০১৫, ৫:৫৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দুর্গম পাহাড়ী লটমণি এলাকার জঙ্গি প্রশিক্ষণের একটি ক্যাম্পের সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সেখান থেকে বিপুল অস্ত্রসহ পাঁচ জঙ্গিকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম র্যাব-৭-এর সহকারী পরিচালক সোহেল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার গভীর রাতে লটমণির পাহাড়ী এলাকায় অভিযান চালায় র্যাব।
সোহেল মাহমুদের জানান, ওই পাহাড়ী এলাকার জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প থেকে আটক হওয়া পাঁচ জঙ্গি এবং উদ্ধার করা অস্ত্র নগরের পতেঙ্গার র্যাব-৭-এর কার্যালয়ে আনা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র গণনা করা হচ্ছে। আটক হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানোর কথা।