বৃষ্টিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত, পয়েন্ট ভাগাভাগি
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০১৫, ১১:৪৩ পূর্বাহ্ণ
স্পোর্টস ডেস্ক ::
বল মাঠে গড়ানোর আগেই শেষ হয়ে গেল বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ। বৃষ্টি না থামায় ম্যাচটিকে আনুষ্ঠানিক পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।
কুইন্সল্যান্ডে মার্সিয়া ও লাম নামক দুটি সাইক্লোনের প্রভাবে ব্রিসবেনে দু’দিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছে। ব্রিসবেনের গ্যাবায় বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ-অস্ট্রেলিয়া মুখোমুখি হওয়ার কথা ছিল আজ সকাল সাড়ে নয়টায়।
তবে বৃষ্টির কারণে আগের দিনই অনিশ্চিত হয়ে পড়ে ম্যাচটি। বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই দলই হোটেল ছেড়ে মাঠেও যায়নি। তবে মাঠের ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকায় বৃষ্টি বন্ধ হলে এক ঘণ্টার মধ্যেই খেলার জন্য মাঠ প্রস্তুত করা যাবে বলে জানিয়েছিলেন কিউরেটর। তাই ওভার কমিয়ে ম্যাচ আয়োজনের জন্য অপেক্ষায় ছিলেন আম্পায়াররা।
তবে সোয়া তিন ঘণ্টা পার হওয়ার পরও বৃষ্টি না থামায় ম্যাচের আনুষ্ঠানিক সমাপ্তি টানেন দুই আম্পায়ার বিলি বাউডেন ও কুমার ধর্মসেনা।
খেলা পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই দলই সমান এক পয়েন্ট করে পেয়েছে। পুল ‘এ’তে দুই ম্যাচ খেলে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থানে। তিন ম্যাচে তিন জয় নিয়ে সবার উপরে নিউজিল্যান্ড।
বাংলাদেশ আগামী ২৬ ফেব্রুয়ারি পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলংকার। আর ২৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।