সাপ্তাহিক পূর্বদিকের ব্যবস্থাপনা পরিচালক পদে মুসলেহ উদ্দিন সাইফুল্লাহর যোগদান
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০১৫, ৮:৪৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সাপ্তাহিক পূর্বদিক পত্রিকা ও পূর্বদিক ডটকমের ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেছেন মুসলেহ উদ্দিন সাইফুল্লাহ। সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার প্রকাশক আলহাজ হাফিয সাব্বির আহমদ এক নির্দেশনায় তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি পত্রিকার সার্বিক আয়-ব্যয়, সার্কুলেশন ও হিসাব সংরক্ষণ ও তদারকি করবেন। মুসলেহ উদ্দিন সাইফুল্লাহ ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করায় পূর্বদিকের সম্পাদক, সহযোগী সম্পাদক, সহকারী সম্পাদক ও পত্রিকার স্টাফরা অভিবাদন জানিয়েছেন।