মৌলভীবাজারে মাতৃভাষা দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০১৫, ১০:০৮ পূর্বাহ্ণ
ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা অর্ঘে প্রথম প্রহর থেকে মৌলভীবাজারসহ বিভিন্ন উপজেলায় শহীদ মিনার পুষ্প অর্পণ ও প্রভাত ফেরির মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে ।
পূর্বদিক ডেস্ক ::
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা অর্ঘে প্রথম প্রহর থেকে মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গণ ফুলে ফুলে ভরে উঠে।
আজ ২১ ফেব্রুয়ারি শনিবার ভোর ৬টায় শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ করেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী।
জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ, সুহৃদ সমাবেশসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক-সাংস্কৃতিক সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়। দিবসের প্রথম প্রহরে মৌলভীবাজার প্রেসক্লাব, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, জাসদ,কমিউনিস্ট পার্টি, যুব ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে।
এছাড়া দিবসটি পালনে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন সংগঠন।
আমাদের কমলগঞ্জ ও বড়লেখা প্রতিনিধি প্রেরিত প্রতিবেদন ও ছবি—
কমলগঞ্জে আর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
আজ ২১ ফেব্রুয়ারি শনিবার ভোর সাড়ে ৬টায় কমলগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে প্রভাত ফেরী বের হয়ে কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এরপর উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো রফিকুর রহমান।
আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন প্রমুখ। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
সারা দেশের ন্যায় মৌলভীবাজারের বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় মধ্যে দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে বড়লেখার কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আলহাজ শাহাব উদ্দিন এমপি।
এরপর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমিনুর রহমান, বড়লেখা পৌরসভা, বড়লেখা প্রেসক্লাব, বড়লেখা থানা পুলিশ, বড়লেখা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আওয়ামীলীগ, বিএনপি, বিভিন্ন সামাজিক, সংস্কৃতিক, পেশাজীবি সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সবাই ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান জানান।
আজ শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাতফেরী অনুষ্ঠিত হয়। সকল স্কুল-কলেজ, অফিস-আদালত, সরকারি আধা-সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, শহীদ মিনারের উদ্দেশ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রভাতফেরি, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানসহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজে নানা কর্মসূচির মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।