মৌলভীবাজারে শাহজালাল ওয়েলফেয়ার ট্রাস্টের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০১৫, ৬:৫৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মৌলভীবাজারে শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের আদালত সড়কস্থ প্রেসক্লাবের সামনে ক্যাম্পেইন অনুষ্ঠানের উদ্বোধন করেন মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল ইসলাম।
শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্ট এর সভাপতি মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ হাফিয আলাউর রহমান টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল আলম সুহেলের পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্য রাখেন এএসপি আশরাফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ সৈয়দ আবু শাহাজান, মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি এম শাহাবুদ্দীন, সমাজসেবক আলহাজ এখলাছুর রহমান প্রমুখ।
ক্যাম্পেইনে জরুরি ভিত্তিতে স্বেচ্ছায় অসুস্থ রোগীকে রক্তপ্রদানের লক্ষে দেড়শ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। সংগঠনের পক্ষ থেকে এদের রক্তের গ্রুপ লিপিবদ্ধ করা হয়।
এসময় সংগঠনের সদস্যরা ছাড়াও রেডক্রিসেন্টের বিভিন্ন কর্মকর্তা ও সামাজিক ব্যক্তি উপস্থিত ছিলেন।