মৌলভীবাজারে ১৪ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০১৫, ২:১৮ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বিএনপি-জামায়াত কতৃক দেশব্যাপী হত্যা,সন্ত্রাস, পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারা ও এসএসসি পরীক্ষাকালীন অবরোধ-হরতাল দেওয়ার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ১৪ দল ।
আজ ২০ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৫টায় শহরের চৌমোহনা চত্বর থেকে জেলা ১৪ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয় ।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আজমল হোসেন, জেলা জাসদ সভাপতি আব্দুল হক, সাধারন সম্পাদক নাজিম উদ্দিন নজরুল, সাবেক সাংসদ বেগম হুসনে আরা ওয়াহিদ ও জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান।
এদিকে বিকেল সাড়ে ৪টায় চৌমোহনা এলাকায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপি।