চা শ্রমিকদের মধ্যে সমাজকল্যাণমন্ত্রীর অনুদান প্রদান
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০১৫, ২:০৬ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
চা শ্রমিকদের মধ্যে অনুদান প্রদান করেছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী।
সমাজসেবা অধিদপ্তর আয়োজিত সদর উপজেলার মাতারকাপনে প্রশিক্ষণ কেন্দ্রে আজ ২০ ফেব্রুয়ারি শুক্রবার সাড়ে ৬টায় এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজক্যাণ মন্ত্রী চা শ্রমিক পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন।
চা শ্রমিকদের স্বাবলম্বী করতে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে একেকটি পরিবারকে ৫ হাজার টাকা করে এক কোটি টাকা অনুদান দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা মো. শাহজাহান, জেলা আ’লীগ সহসভাপতি মো. ফিরোজ, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, মহিলা আ’লীগ সভানেত্রী জহুরা আলাউদ্দিন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিহির কান্তি দেব মিন্টু প্রমুখ।
সভা শেষে মন্ত্রী ১৪টি চা শ্রমিক পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন।