কুলাউড়ায় পরীক্ষা কেন্দ্র থেকে ৬ শিক্ষক ও ১৩ পরীক্ষার্থী বহিস্কার
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০১৫, ১:১২ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
কুলাউড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে কক্ষপরিদর্শকের দায়িত্বে অবহেলা ও অসুদুপায় অবলম্বন করায় ৬ শিক্ষক ও ১৩ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজ শুক্রবার ২০ ফেব্রুয়ারি তাদেরকে বহিস্কার করেন।
জানা যায়, শুক্রবারের এসএসসি পরীক্ষা চলাকালীন কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়, মনসুর মোহাম্মদিয়া মাদ্রাসা, জালালাবাদ উচ্চ বিদ্যালয়, ভাটেরা স্কুল এন্ড কলেজ, হিংগাজিয়া উচ্চ বিদ্যালয়, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ৬ শিক্ষক এবং বিভিন্ন কেন্দ্র থেকে ১৩ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার তিনটি কেন্দ্র থেকে দায়িত্বে অবহেলার কারনে ৬ শিক্ষক ও পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের কারণে ১৩ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।