পেট্রল বোমায় গুরুতর দগ্ধ আরো একজনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০১৫, ১১:৫৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
পেট্রল বোমা হামলায় গুরুতর দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে। নিহত ব্যক্তি হোসেন আলী একজন দিনমজুর ছিলেন ।
তার বাড়ি লক্ষ্মীপুর জেলায় । গত ১৫ই ফেব্রুয়ারি তিনি একটি কাভার্ড ভ্যানে করে চট্টগ্রাম থেকে বাড়িতে যাবার পথে ফেনীতে পেট্রল বোমা হামলার শিকার হয়েছিলেন ।
এরপর তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। হোসেন আলীর শরীরের অর্ধেকেরও বেশি পুড়ে যায় ।
গত দেড়মাস জুড়ে বিরোধী জোটের টানা অবরোধ–হরতালে বিভিন্ন স্থানে যানবাহনে পেট্রল বোমা হামলায় ৭৫ জন নিহত হয়েছে ।
এছাড়া আহত হয়েছেন আরো একশ’র বেশি। যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
পেট্রল বোমা হামলায় দগ্ধ ব্যক্তিদের চিকিৎসা দিতে এখন হিমশিম খাচ্ছে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট।
বিভিন্ন স্থানে পেট্রল বোমা হামলার ঘটনায় বহু বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
তবে বিএনপি’র দিক থেকে বরাবরই এসব অভিযোগ নাকচ করে দিয়ে বলা হচ্ছে তারা শান্তিপূর্ণ কর্মসূচির ডাক দিয়েছে।