রাজনগরে বাস ভাঙচুর, গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০১৫, ১১:৩৮ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
রাজনগরের গয়াসপুরে একটি বাস ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এমদাদুল হক নামে ১ যুবককে গ্রেপ্তার করে আজ ১৯ ফেব্রেয়ারি বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ১৮ ফেব্রুয়ারি বৃধবার রাতে উপজেলা ছাত্রলীগের (একাংশের) আহ্বায়ক আব্দুল কাদির ফৌজির মালিকানাধীন একটি বাস (মৌলভীবাজার-ভ-৫৭) ফেঞ্চুগঞ্জ থেকে যাত্রী নিয়ে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার গয়াসপুর নামক স্থানে একদল দুর্বৃত্ত ওই বাসের সামনের গ্লাস ভাঙচুর করে।
পরে পুলিশ এ ঘটনায় উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের আশিক মিয়া ওরফে খালিছ মিয়ার ছেলে এমদাদুল হককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এঘটনায় বাসেচর চালক সুমন মিয়া বাদি হয়ে রাজনগর থানায় মামলা (নং ১৯) করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত এমদাদুল হককে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।
এমদাদুল হক পাঁচগাঁও ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি বলে একটি সূত্র জানিয়েছে।