সিলেটে তালামীযের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
এদেশে ব্লাসফেমি আইন বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে হবে —— আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০১৫, ২:৫৫ অপরাহ্ণ
বাংলা একাডেমি আয়োজিত চলমান একুশে বই মেলায় প্রকাশিত “নবী মুহাম্মদের ২৩ বছর” বইটির তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, রোদেলা প্রকাশনী কর্তৃক প্রকাশিত “নবী মুহাম্মদের ২৩ বছর” বইটি এদেশের ধর্মীয় অনুভুতিতে আঘাত হেনেছে। তিনি বলেন, সময় সময় নব্য নাস্তিকরা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। আমরা প্রতিবাদ করি আর সরকার এদের গ্রেফতার করে জামাই আদরে রাখে। এটা আর করতে দেয়া হবে না। সরকারকে ব্লাসফেমি আইন প্রণয়ন করতে হবে। আজ থেকে তালামীযের কর্মীরা আন্দোলনের মাধ্যমে এদেশে ব্লাসফেমি আইন বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে হবে।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট জেলা আয়োজিত সংগঠনের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ইসলামী আন্দোলনে তালামীযের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, তালামীযের ৩৫ বছরের ইতিহাস অত্যন্ত গৌরবের ইতিহাস। প্রতিষ্ঠা কাল থেকে তালামীয সমূহ ভ্রান্ত আকিদা প্রতিহতে অগ্রণী ভূমিকা পালন করেছে। তালামীয স্বোচ্চার থাকায় এদেশে নাস্তিক তাসলিমা নাসরিনের ঠাই হয়নি, শাবিতে জাহানারা ইমামের নামে হলের নামকরণ, তার প্রতীকৃতিতে মূর্তি স্থাপন করতে দেয়া হয়নি। তিনি তালামীযের সফলতার কথা ব্যাক্ত করে বলেন, এদেশকে সোনার বাংলাদেশে পরিণত করতে তালামীযের বিকল্প নেই। যদি কেউ কোন সুশৃঙ্খল ছাত্র সংগঠন দেখতে চায়, সেখানে তালামীযে ইসলামিয়াকে দেখতে হবে। তালামীয কর্মীরা দেশের প্রত্যন্ত অঞ্চলে অতন্ত্র প্রহরীর ভূমিকায় থাকলে দেশদ্রোহীরা কখনো স্বাধীনতা-সার্বভৌমত্বে আঘাত হানতে পারবেনা।
গতকাল ১৮ ফেব্রুয়ারি বুধবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশন মিলনায়তনে সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ উসমান গণির সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বেলাল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ ফখরুল ইসলাম।
সিলেট পশ্চিম জেলার সভাপতি সুহাইল আহমদ তালুকদারের স্বাগত বক্তব্যে সিলেট পূর্ব জেলার সাধারণ সম্পাদক সাইফুর রহমান চৌধুরী শিপু ও পশ্চিম জেলার সাধারণ সম্পাদক ফারুক আহমদের যৌথ উপস্থাপনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির সভাপতি এডাভোকেট মাওলানা আব্দুর রকিব, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম খান, তালামীযের সাবেক কেন্দ্রীয় নেতা মুফতী মাওলানা রফিক উদ্দিন, কেন্দ্রীয় পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহা. শরীফ উদ্দিন, সহ অফিস সম্পাদক আখতার হোসাইন জাহেদ,দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী, মহানগর আল ইসলাহ’র সাবেক সাধারণ সম্পাদক মাওলানা সুন্নাতুর রহমান, দুবাই আল ইসলাহ’র সভাপতি দ্বিয়াউল ইসলাম রেজা, , সিলেট মহানগর সভাপতি হুমায়ূনূর রহমান লেখন, শাবিপ্রবির সভাপতি দুলাল আহমদ, নর্থইষ্ট ইউনিভার্সিটির প্রভাষক নোমান আহমদ, সিলেট পশ্চিম জেলার সাবেক সভাপতি মাওলানা আব্দুর রব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর সহ-সভাপতি এনাম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সুমন, পশ্চিম জেলার সহ-সভাপতি তৌরিছ আলী, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান শুভ, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি মুহাম্মদ জাবেদুল হক জাবেদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি হোসাইন মুহাম্মদ বাবু, জকিগঞ্জ উপজেলা সভাপতি ইসলাম উদ্দিন চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা সভাপতি নূরুল আমীন, বিয়ানীবাজার উপজেলা সহ-সভাপতি জালাল আহমদ, সদর উপজেলা সভাপতি মুহাম্মদ ওলিউর রহমান মানিক, । শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পশ্চিম জেলার অফিস সম্পাদক জাহেদুর রহমান।