আনজুমানে তালামীযে ইসলামিয়ার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০১৫, ৭:৩৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
যামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ।
এ উপলক্ষে সংগঠনের সিলেট মহানগর শাখাসহ বৃহত্তর সিলেটের বিভিন্ন শাখার উদ্যোগে আজ “প্রতিষ্ঠা বার্ষিকী সেমিনার-২০১৫” ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি বেলাল আহমদ, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনজুমানে তালামীযে ইসলামিয়ার নেতা ও কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।