সিলেটে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ আটক ২৭
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০১৫, ৬:২৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেট মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীসহ ২৭ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন।
তিনি বলেন, গত সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের মধ্যে বিএনপি ও জামায়াতের ছয় নেতাকর্মী রয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন।