কুলাউড়ায় দুই জামায়াত নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০১৫, ৫:৪৭ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
কুলাউড়ায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতার অভিযোগে গতকাল ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে দুই জামায়াত নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
গতকাল ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন জামায়াতের আমির ও শ্রীপুর জালালিয়া মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ, চকের গ্রামের মৃত কুটি মিয়ার ছেলে এটিএম তাহিরুল হক(৫০) ও ভুকশিমইল ইউপি শাখার আমির ও বাদে ভুকশিমইল গ্রামের মৃত বশির মিয়ার ছেলে মো. মতিউর রহমান (৫০) কে গ্রেফতার করা হয়।
কুলাউড়া থানার এএসআই মঈন উদ্দিন দুই জামায়াত নেতাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান তাদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলা রয়েছে।