পৌর জামায়াতের আমীর গ্রেফতার
মৌলভীবাজারে দুটি ট্যাংকলরিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০১৫, ৭:৩৫ পূর্বাহ্ণ
পূর্বদিক রিপোর্ট ::
আজ মঙ্গলবার সকাল ৬ টার দিকে সদর উপজেলার কামালপুর বাজারে দুটি তেলবাহী ট্যাংকলরি পুড়িয়েছে দুর্বুত্তরা। অপরদিকে মৌলভীবাজার পৌর জামায়াতের আমীর ইয়ামীর আলীকে নাশকতার ঘটনার পর তার বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার ভৈরববাজার গ্যাসফিল্ড থেকে অপরিশোধিত তেলের বর্জ নিয়ে নবীগঞ্জের বিবিয়ানা গ্যাসফিল্ডে উদ্দেশ্যে দুটি তেলবাহী ট্যাংকলরি যাচ্ছিল। মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর বাজারের দক্ষিণ প্রান্তে সিলেট-ঢাকা আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে ব্যারিকেট সৃষ্টি করে ১০/১২ জনের দুর্বৃত্তদল চালক ও হেলপারকে নামিয়ে পেট্রোল ছিটিয়ে ট্যাংকলরি দুটির ইঞ্জিনে আগুন লাগিয়ে দেয়।
খবর পেয়ে মডেল থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ও ফায়ার সার্ভিস দল দ্রুত ঘটনান্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে বড় ধরণের দুর্ঘটনা থেকে এলাকাবাসী বেঁচে যায় বলে জানিয়েছে পুলিশ। আক্রান্ত ট্যাংকলরিগুলোর নং হল ঢাকা মেট্টো ঢ ৪১ ০০২২৭-২৮।
পৌর জামায়াতের আমীরকে মুসলিম কোয়ার্টারের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মডেল থানার ওসি।
মডেল থানার ওসি আব্দুছ সালেক ট্যাংকলরি দুটিতে দুর্বৃত্ত কর্তৃক আগুন লাগানোর সত্যতা নিশ্চিত করেছেন।