গৃহায়নের জন্য কেটে ফেলা হচ্ছে
কমলগঞ্জের মুন্সীবাজারের প্রাচীনতম বটগাছ
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০১৫, ১:২৪ অপরাহ্ণ
জয়নাল আবেদীন, কমলগঞ্জ
কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে রাস্তার পাশে থাকা প্রাচীনতম মহিরুহি বটগাছটি গৃহায়নের জন্য কেটে ফেলা হচ্ছে। একের দায় অন্যের উপর চাপিয়ে দ্রুত সময়ে প্রাচীন এই বটগাছটি কেটে নেয়া হচ্ছে। বনবিভাগের কোনরকম অনুমতি ছাড়াই সোমবার দুপুরে মালিকানা দেখিয়ে এই বটগাছটি কেটে ফেলার কার্যক্রম শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সীবাজারে রাস্তার পাশে গড়ে উঠা বটগাছটি প্রাকৃতিকভাবে বেড়ে উঠে ডালপালা বিস্তার করে। এ গাছের আয়ু শত বছরেরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। বাজার উন্নয়নের নামে বটগাছের মালিকানা একে অন্যের উপর দায় চাপিয়ে ব্যবসায়ীরা গাছটি কেটে ফেলছেন। হিমেল চৌধুরী নামের এক ব্যবসায়ী মালিকানা দাবি করে শ্রমিক লাগিয়ে গাছটি কেটে নিচ্ছেন। তবে বনবিভাগ ও ইউএনও প্রাচীনতম বটগাছ কেটে ফেলার কোন অনুমতি প্রদান করেননি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, গাছ কাটার অনুমতি দেয়ার দায়িত্ব বনবিভাগের। তাছাড়া সেখানে সরকারি ভূমি না থাকায় তিনি কোন পদক্ষেপ নিতে পারেন নি। এ ব্যাপারে কমলগঞ্জের রাজকান্দি বনরেঞ্জ কর্মকর্তা মো. মালেকুজ্জামান বলেন, তিনি বনের মধ্যে রয়েছেন। বটগাছ কাটার বিষয়ে তাদের কোন অনুমতি দেয়া হয়নি। লোক পাঠিয়ে খতিয়ে দেখছেন।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, বাজারের মধ্যে রাস্তার পাশের বটগাছটির মালিকানা সড়ক অথবা ইউনিয়ন পরিষদ হবে। তারা প্রথমে পদক্ষেপ নিলে পরে বনবিভাগ ভূমিকা রাখবে।