শরীফপুর সীমান্তে মাদক ব্যবসায়ী তানু গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০১৫, ৯:২০ পূর্বাহ্ণ
কমলগঞ্জ ও কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত থেকে মাদকাসক্ত অবস্থায় বহুল আলোচিত মাদক ব্যবসায়ী তানু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে ৮টায় শরীফপুর ইউনিয়নের মনু সেতু সংলগ্ন ঘাটেরবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের ভাই তানু মিয়া (৩০) শরীফপুর সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায় ছিল। সীমান্ত থেকে শমশেরনগরসহ সারা জেলায় ভারতীয় বিভিন্ন জাতের মাদক সরবরাহ করে থাকে। বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় ইতিপূর্বে গ্রেফতার হয়ে কারাভোগ করেছে। স্থানীয়ভাবে চাঁদাবাজি, মানুষজনকে মারপিটসহ একাদিক সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকায় গত জুলাই মাস থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র সদস্যরা একাধিকবার অভিযান চালিয়ে তানুকে গ্রেফতার করতে পারেনি। পরে সীমান্তে মাদক ব্যবসা প্রতিরোধ মূলক আইন শৃঙ্খলার সভায় বিজিবির আহবানে তাকে ধরিয়ে দিতে সীমান্তবাসীর সহযোগিতা কামনা করেন । গত বছর জুলাই মাসে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিয়ে শরীফপুরে ও ভাই ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের সহযোগিতায় শরীফপুর ইউনিয়নে দুই দিনের হরতাল পালন করেছিল তানু মিয়া। এ হরতাল চলাকালে যাত্রী পরিবহন করায় সিএনজি অটোরিক্সা আটকিয়ে ভাঙচুর করাসহ চালক হায়দর আলীকে মারপিট করেছিল এ ঘটনায় চালক হায়দর আলী তানু মিয়ার বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেছিল। বিজিবির মাদক বিরোধী সচেতনতা মূলক সভার সংবাদ প্রকাশ করায় এ প্রতিনিধিকেও মোবাইলফোনে প্রাণ নাশের হুমকি দিয়েছিল তানু মিয়া। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি নিরাপত্তামূলক ডায়েরী করা হয়। সম্প্রতি আবার শরীফপুর ইউনিয়নের সদস্য নসিবুর রহমানকে প্রাণনাশের হুমিক দিলে ইউপি সদস্য কুলাউড়া থানায় একটি নিরাপত্তা মূলক ডায়েরী করেন। এসব অভিযোগের ভিত্তিতে কুলাউড়া থানার সহকারী পরিদর্শক রফিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক ব্যবসায়ী তানু মিয়াকে গ্রেফতার করে। সহকারী পরিদর্শক রফিকুর রহমান মাদক ব্যবসায়ী তানুকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তার উপর অসংখ্য অভিযোগ রয়েছে।