সহিংসতার প্রতিবাদে
মৌলভীবাজারে দুটি সংগঠনের মানববন্ধন ও সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০১৫, ৯:৩৫ পূর্বাহ্ণ
শহর প্রতিনিধি ::
দেশব্যাপী সন্ত্রাস, সহিংসতা পেট্রোল বোমা দিয়ে শিশুসহ সাধারণ মানুষ পুড়িয়ে মারা ও এসএসসি পরীক্ষাকালীন হরতাল দেয়ার প্রতিবাদে মৌলভীবারে মানববন্ধন ও সমাবেশ করেছে দুটি সংগঠন
আজ শনিবার সকাল সাড়ে দশটায় শহরের প্রেস ক্লাবের সামনে শেখ রাসেল জাতিয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন হয়েছে ।
সংগঠনের জেলা শাখার সভাপতি অ্যাড. পার্থ সারথী পালের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলার সময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অ্যাড. রাধা পদ দেব সজল, হিউম্যান রাইটস জেলা শাখার সভাপতি অ্যাড. জাহিদুল হক কচি, এছাড়াও হাবিবুর রহমান জনি, সেলিম আহমদ, আব্দুর রহিম তালুকদার সুমন, আবু হানিফ ও অ্যাড. প্রনব কান্তি দাশ প্রমূখ বক্তব্য রাখেন । এতে সংগঠনের নেতাকর্মীসহ শিশুরা অংশগ্রহণ করেন।
এদিকে একই সময়ে চৌমোহনা চত্বরে শান্তি-সম্প্রীতি-সমঝোতার দাবিতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন জেলা কমিটি । আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন চলার সময় বক্তব্য রাখেন জহর লাল দত্ত, আলী মর্তুজা মাসুদ, বদরুল হোসেন খান, পুর্নেন্দু দাশ পবিত্র, মইনুর রহমান মগনু ও রমাপদ ভট্টাচার্য্য যাদু।