বরগুনায় দুই শতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবি, ৫ টি লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০১৫, ৯:৩১ পূর্বাহ্ণ
বাংলাদেশে দক্ষিণাঞ্চলীয় বরগুনা তালতলীর তেতুলবাড়িয়ার এলাকার কাছাকাছি পায়রা নদী মোহনায় ২শ‘ যাত্রী নিয়ে ডুবে যাওয়া ট্রলারের সবশেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে।
পূর্বদিক ডেস্ক ::
বরগুনার তালতলী উপজেলায় আশারচরের কাছে পায়রা নদীর মোহনায় একটি ট্রলার ডুবে গেছে।
আজ ১৩ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১২টার দিকে এ ঘটনার পর একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
তালতলী থানার ওসি বাবুল আক্তার জানান, ট্রলারটি পটুয়াখালীর কুয়াকাটা থেকে ছেড়ে বরগুনার পাথরঘাটা উপজেলার চলাভাঙ্গা পীরের ওয়াজ মাহফিলে যোগ দেওয়ার উদ্দেশে যাচ্ছিল। তালতলীর তেতুলবাড়িয়ার এলাকার কাছাকাছি পায়রা নদীতে প্রবেশের আগে সাগরের মোহনায় ট্রলারের ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে এ দুর্ঘটনা ঘটে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে কোস্টগার্ডের পাথরঘাটা ঘাঁটির কনটিনজেন্ট কমান্ডার রাহাতউজ্জামান বলেন, ট্রলারডুবির পর স্থানীয় লোকজন একজনের মৃতদেহ উদ্ধার করেছে। তাঁরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।
ঘটনাস্থলে উপস্থিত উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দুলাল ফরাজীর জানান, পায়রা নদীর মোহনার ডুবোচরে ধাক্কা লেগে কাঠের ট্রলারটির তলা ফেটে যায়। এতে ট্রলারে পানি ওঠায় এটি উল্টে যায়। এ সময় ট্রলারিটতে প্রায় ২০০ জন যাত্রী ছিল বলে সাঁতরে তীরে ওঠা যাত্রীরা তাঁকে জানিয়েছেন।
ট্রলারডুবির পর স্থানীয় লোকজন জয়নাল (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন। তাঁর বাড়ি পটুয়াখালীর কুয়াকাটায়।
তবে দুলাল ফরাজী ট্রলারটি ডুবে যাওয়ার পর ঠিক কতজন সাঁতরে তীরে উঠেছেন আর কতজন নিখোঁজ রয়েছেন, প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেননি ।