কুলাউড়ার রিজার্ভ ফরেস্টে ২টি অজগর অবমুক্ত
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০১৫, ১২:৪৮ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
কুলাউড়ার গাজীপুর রিজার্ভ ফরেস্ট এলাকায় ১৩ ফুট দীর্ঘ ২ টি অজগর সাপ আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় অবমুক্ত করা হয়েছে।
অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা প্রভাত কুসুম আচার্য, ডেপুটি রেঞ্জার রিয়াজ উদ্দিন, ফরেস্ট গার্ড মুজিবুর রহমান, আকবর হোসেন, পিএম রণেন্দ্র দাস ও জাহিদ হোসেন।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯ টায় সিলেট টিলাগড়ের ডলডলি চা বাগানের সেকশন থেকে এলাকাবাসী সাপ দুটি ধরেন। পরে কুলাউড়া রেঞ্জের গোগালীছড়া ফরেস্টে সাপ দুটি অবমুক্ত করা হয়।
কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা প্রভাত কুসুম আচার্য জানান, সিলেটে সাপ দুটি ধরা হলেও সে অঞ্চলে রিজার্ভ ফরেস্ট না থাকার কারনে কুলাউড়ার রিজার্ভে সাপ দুটি অবমুক্ত করা হয়।