গাজীপুরে বিএনপি-জামায়াতের ১৮ নেতাকর্মী আটক
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০১৫, ৮:২২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
২০ দলীয় জোটের হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে গাজীপুরে বিএনপি-জামায়াতের ১৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাতভর অভিযান চালিয়ে কাপাসিয়া থেকে ৪ জন, জয়দেবপুর থেকে ১০ জন, কালিয়াকৈর থেকে ২ জন, টঙ্গী থেকে একজন এবং শ্রীপুর থেকে একজনকে আটক করা হয়।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার ইন্সপেক্টর (ডিআইও-১) সিরাজুল ইসলাম জানান, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে।