বড়লেখায় যাত্রীবাহী বাসে আগুন
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০১৫, ৫:২৮ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় রূপসী বাংলা নামক একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই পালিয়ে যায় অজ্ঞাত পরিচয়ে দুর্বৃত্তরা। বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুর রহমান জানান, ঘটনাস্থলে পৌঁছার আগেই বাসটি পুড়ে যায়। এ সময় বাস থেকে দ্রুত নামতে গিয়ে বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২০ দলের ডাকা চলমান অবরোধ ও হরতাল চলাকালেঁআজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পপতিবার সকাল ৮টার দিকে রূপসী বাংলা পরিবহনের একটি বাস ১৫-২০ জন যাত্রী নিয়ে বিয়ানীবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। বাসটি বড়লেখা উপজেলার দাসেরবাজার এলাকায় পৌঁছালে অজ্ঞাত পরিচয়ে ১৫-২০ জন যুবক বাসের গতিরোধ করে বাসটিতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ দৃশ্য দেখে বাসের চালক ও যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হন। বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই বাসটি পুড়ে যায়। আহত যাত্রীদের উদ্ধার করে বড়লেখা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাসটি পুড়ে গেছে। অবরোধ ও হরতাল-সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।