গাজীপুর সিটি মেয়র মান্নান গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৫, ১২:১৭ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানকে আটক করা হয়েছে।
আজ ১১ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজধানীর বারিধারার বাসা থেকে তাকে আটক করে নিয়ে যায় সাদা পোশাকধারী পুলিশ।
গাজীপুর পুলিশ সুপার হারুনুর রশিদ ও বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার মান্নানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে কোন মামলায় মেয়র মান্নানকে গ্রেফতার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশ সুপার।
মেয়র মান্নানের বিরুদ্ধে হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে ঢাকা-জয়দেবপুর সড়কের ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে শিশুসহ পাঁচ যাত্রী দগ্ধ হন। সর্বশেষ এ ঘটনায় মেয়র মান্নানসহ ৩৯ জনকে আসামি করে মামলা করে পুলিশ।