কুলাউড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৫, ১১:৩২ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
কুলাউড়ায় কাদিপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা প্রাথমিক স্কুল আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
আজ ১১ ফেব্রুয়ারি বুধবার ২ টার দিকে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম আব্দুল হান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা মুখোমুখি হয়।
খেলায় আমতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জয়লাভ করে আন্তঃ উপজেলা ফাইনাল খেলার গৌরব অর্জন করে।
খেলা শেষে অতিথি হিসেবে বিজয়ি দলের টিম লিডার ও আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. আব্দুল আহাদের হাতে ট্রফি তুলে দেন মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান ছুরুক।
উল্লেখ্য বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক স্কুল আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতায় ১২ প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।