মৌলভীবাজারে হরতাল অবরোধে নাশকতায় ১০টি মামলা
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৫, ৯:২২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
৫ জানুয়ারি থেকে টানা হরতাল-অবরোধে মৌলভীবাজার জেলায় বড় কোন ঘটনা না ঘটলেও বিছিন্ন কয়েকটি নাশকতার ঘটনায় ১০টি মামলা হয়েছে। তবে মামলার বেশিরভাগ আসামীকে এখনো ধরতে পারেনি পুলিশ।
গত এক মাসে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা হরতাল-অবরোধের সময় জেলায় আলাদা ঘটনায় ৪টি গাড়িতে আগুন, অন্তত ১৫টি গাড়ি ভাঙচুর ও কুলাউড়ায় রেল লাইনের ফিস প্লেইট উপড়ে ফেলায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়। নাশকতায় ১জন দগ্ধসহ আহত হয় অন্তত ৫০ জন। এ সব ঘটনায় ২টি মামলা রেলওয়ে পুলিশ ও ৮টি মামলা জেলা পুলিশের অধীনে হয়েছে।
এদিকে পুলিশ জানায়, মৌলভীবাজারে নাশকতা কর্মকাণ্ডের ফলে জেলা পুলিশের অধীন ৮টি মামলায় ৩১৮ জন এজাহারভুক্ত আসামী এবং অঞ্হাত আরো কয়েক শত । এরা সবাই বিএনপি ও জামায়াতের সমর্থক। এদের মধ্যে ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৪৫ জন উচ্চ ও নিম্ন আদালত থেকে জামিনে আছেন। তবে বেশিরভাগ আসামীরা রয়েছেন পলাতক ।
অতিরিক্ত পুলিশ সুপার মো. খাইরুল আলম জানান, নাশকতা মামলার আসামীদের ধরতে বারবার তাদের বাড়িতে ও সন্দেহজনক স্থানে তল্লাশি করা হচ্ছে। তবে কিছু আসামী পলাতক থাকায় তাদের ধরা যাচ্ছে না । নাশকতা বন্ধে পলাতক আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে ।