বড়লেখায় গৃহবধূর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৫, ৯:২০ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। । নিহত লিলন বেগম (২৬) এক সন্তানের জননী। গতকাল ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণভাগ ইউপি’র জ্যোতিরবন্দ গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।
থানা পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার উপজেলার দক্ষিণভাগ ইউপি’র জ্যোতিরবন্দ গ্রামের বাসিন্দা দুবাই প্রবাসী সুরমান আলীর স্ত্রী লিলন বেগম স্বামীর সাথে ফোনে কথা বলার পর পরিবারের সদস্যদের সাথে ঝগড়া হয়। এরপর তিনি নিজের শয়ন কক্ষে প্রবেশ করে। পরিবারের সদস্যরা তার কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।