কার সঙ্গে আলোচনা? হত্যাকারীর সঙ্গে?— শেখ হাসিনা
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৫, ৮:১১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বিএনপি-জামায়াত জোটের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রী বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের মধ্যে সহিংসতায় দগ্ধদের খোঁজ-খবর নেন। তাদের প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থ সহায়তা দেন তিনি।
সঙ্কট নিরসনে সংলাপের উদ্যোগ নেওয়া হবে কিনা- এক সাংবাদিকের এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী পাল্টা প্রশ্ন করেন, ‘যাঁরা এগুলো বলছেন, তাঁরা—যারা সন্ত্রাস করছে, জঙ্গিবাদ করছে, তাদের দেখছেন না? কার সঙ্গে আলোচনা করব? হত্যাকারীর সঙ্গে? আগুনে যে পুড়িয়ে মারে, তার সঙ্গে?’
চলমান সঙ্কট নিরসনে সংলাপের উদ্যোগ নিতে গত সোমবার ‘নাগরিক সমাজের’ পক্ষ থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা স্বাক্ষরিত চিঠি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের কাছে পাঠানো হয়।
সংলাপ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘আমাকে যেভাবে গুলশানে অপমান করা হয়েছে, সেভাবে তাদের কেউ করলে তারা কি দ্বিতীয়বার যেতেন সেখানে?’
এসময় এসএসসি পরীক্ষার মাঝখানে আর কোনো হরতাল না দেয়ারও আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেন। এরপর দফায় দফায় হরতালও ডাকে ২০ দল। অবরোধ-হরতালে গাড়িতে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমায় দগ্ধদের মধ্য এ পর্যন্ত মারা গেছেন অন্তত ৫১ জন।