হবিগঞ্জ পৌর মেয়র গউছকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৫, ৭:৩৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় কারাগারে গ্রেফতারকৃত হবিগঞ্জ পৌরসভার মেয়র (সাময়িক বরখাস্তকৃত) জিকে গউছকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর করা হয়েছে।
হবিগঞ্জের ডেপুটি জেলার সোহেল আহমেদ জানান গতকাল ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ২টায় তাকে হবিগঞ্জ কারাগার থেকে স্থানান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২১ ডিসেম্বর মামলার পুনঃতদন্ত শেষে দাখিলকৃত সম্পূরক চার্জশিটে জিকে গউছ, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনকে নতুনভাবে অন্তর্ভূক্ত করা হয়। এর প্রেক্ষিতে জি কে গউছ ২৮ ডিসেম্বর হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে প্রেরণ করা হয়।