১৮ ফেব্রুয়ারি তালামীযের ৩৫ তম প্রতিষ্ঠা বাষিকী’ মাসব্যাপী কর্মসূচি গ্রহন
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০১৫, ১০:৪৫ পূর্বাহ্ণ
সিলেট অফিস # বিংশ শতাব্দির আশির দশক। ঈমান বিধ্বংসী পায়তারা চলছে মুসলমানদের এ বাংলাদেশে। ভ্রান্তবাদীদের এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় তখন ইসলাম নামধারী একটি বিশেষ কুচক্রী মহল। মুসলিম ছাত্রসমাজ এদের মূল টার্র্গেট।এদিকে শিক্ষাঙ্গন গুলোতেও চলছে অস্ত্র চালনার সবক। অছাত্র মাস্তানদের দৌরাত্বে ক্যাম্পাসগুলো তখন আতংকিত। নেই শিক্ষার কোন পরিবেশ। বিষয়টি আছঁ করলেন জামানার মুজাদ্দিদ শামছুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)।
তার দৃঢ় প্রত্যয়; না,যারা আগামী দিনে দেশ ও জাতির ভবিষ্যৎ,আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমে যারা হবে মর্দ্দে মুজাহিদ এদেরকে বিপথি হতে দেয়া যাবেনা। শিক্ষার প্রকৃত পরিবেশ ফিরিয়ে আনতে হবে। প্রবর্তন করতে হবে সুন্দর সমাজ ব্যবস্থা। তাই তিনি এদেশের শীর্ষস্থানীয় আলেম উলামা,শিক্ষাবিদ ও সুশীল সমাজের পরামর্শ নিয়ে অবতীর্ণ হলেন কান্ডারীর ভূমিকায়।
উদিয়মান সম্ভাবনাময় এ ছাত্রসমাজকে ভ্রান্তির করালগ্রাস থেকে রক্ষায় তিনি প্রতিষ্ঠা করলেন শতাব্দির শ্রেষ্ঠ আদর্শ ছাত্র সংগঠন, তারুণ্যের প্রাণের স্পন্দন, মুক্তির মোহনা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া। মেধার লালন উন্নত চরিত্র গঠন ও মানবিক যোগ্যতা বিকাশের প্রত্যয় নিয়ে ১৯৮০ সালের ১৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে এ সংগঠন আজ দেশের সর্বমহল স্বীকৃত আদর্শবাদি, যোগ্যতার মাপকাঠিতে সেরা এক ছাত্র কাফেলা। গৌরবের ৩৪ বছর পেরিয়ে এ সংগঠন আগামী ১৮ ফেব্রুয়ারি পদার্পন করতে যাচ্ছে সুনামের ৩৫ তম বছরে।
প্রতিষ্ঠা বার্ষিকীর এ দিনকে উদযাপন করতে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হাতে নিয়েছে মাসব্যাপী কর্মসূচি। কর্মসূচির মধ্যে রয়েছে রাজধানীতে কেন্দ্রীয় প্রতিষ্ঠা বর্ষিকী সেমিনার। ১৮ ফেব্রুয়ারি দেশের আলেম-উলামা,শিক্ষাবিদ,রাজনীতিবিদ,সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত। মাসব্যাপী জেলা,মহানগর,বিশ্ববিদ্যালয় এবং উপজেলা পর্যায়ে আলোচনা সভা,সেমিনার,র্যালী, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও গরিব মেধাবী ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। (বিজ্ঞপ্তি)