কুলাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদক ব্যবসায়ীর জেল ও ৩ জনকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০১৫, ১১:৫২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
কুলাউড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ মাদক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অপর নারীসহ আরো ৩ জনকে জরিমানা ( অর্থদণ্ড) প্রদান করা হয়। গতকাল ৯ ফেব্রুয়ারি সোমবার রাত ৭ টায় কুলাউড়া নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান এ রায় প্রদান করেন।
জানা যায়, কুলাউড়ার পৃথিমপাশা ইউপির ইউছুফ সদর গ্রামের আব্দুল ছালিকের এর পুত্র আব্দুর রশিদ (৪২), একই এলাকার চান্দু উল্লাহর ছেলে কনর মিয়া (৪০) ও সিলেটের ফেঞ্চুগঞ্জ এলাকার মৃত ইদ্রিছ আলীর পূত্র আব্দুল লতিফ (৪২) কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর (৭)১০ ধারায় প্রতিজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রাজনগর এলাকার সিরাজ মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৪০), একই এলাকার মৃত শুকুরের ছেলে কয়ছর (৬০) ও মাদকসেবী মৃত ইদ্রিছ আলীর ছেলে জায়েদ আলী (৩৫) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর ৭ এর (ক) ধারার অপরাধে ৩ জনকে ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. কামরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন কুলাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান জানান ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত তিন ব্যক্তি থানা পুলিশের হেফাজতে আছে।