কমলগঞ্জে সুদমুক্ত ঋণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ৯ ফেব্রুয়ারি ২০১৫, ১২:৪৬ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জ উপজেলার সমাজসেবা অফিসে সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। আজ ৯ ফেব্রুয়ারি সোমবার দুপুরে কালিপুর, নয়পত্তন ও চন্দ্রপুর সমাজসেবা কর্মদলের ২৪ জন সদস্য ও সদস্যাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে এসব ঋণ বিতরণ করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুরজিত কুমার পাল কর্মদলের সদস্যবৃন্দের মাঝে ২ লাখ ১৪ হাজার টাকা বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সমাজকর্মী ডা. আব্দুল হান্নান চিনু, মাঠকর্মী আছকির মিয়া, কর্মদলের সভাপতি ও সম্পাদকগণ।