খালেদা জিয়াকে রাজনীতি করতে হলে দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে— সমাজকল্যাণ মন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৯ ফেব্রুয়ারি ২০১৫, ১২:৩৪ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বিএনপি জামায়াতের হরতাল অবরোধের প্রতিবাদকে কেন্দ্র করে মৌলভীবাজারে আ’লীগের দুই গ্রুপের কার্যক্রম চাঙ্গা হয়ে উঠেছে। গত রোববার জেলা আ’লীগ সভাপতি, সাবেক চিফ হুইপ বলয়ের নেতা-কর্মীরা হরতাল নৈরাজ্যের বিরুদ্ধে শহরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এ ধারাবাহিকতায় জেলা আ’লীগ সমাজকল্যাণ মন্ত্রী গ্রুপের উদ্যোগে আজ ৯ ফেব্রুয়ারি সোমবার সরকারি স্কুল মাঠে জনসভা করেছে।
সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি বলেছেন, খালেদা জিয়া যদি রাজনীতি করতে চান তাহলে দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে তার সাথে কোন আলোচনা নাই। জেলার প্রগতিশীল সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে আগামী বৃহস্পতিবার হরতাল নৈরাজ্যের বিরুদ্ধে আরেকটি জনসভা করার ঘোষণা দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী। আজ সোমবার দুপুরে সমাজকল্যাণ মন্ত্রী সুনামগঞ্জ থেকে আসার পথে তার গাড়ি বহরে ত্রিশুল নিক্ষেপ করার ঘটনা উল্লেখ করে মন্ত্রী বলেন ভিডিও চিত্রে সে চিহ্নিত হয়ে গেছে। তার মাকে জানিয়ে দিও সে চিরদিনের জন্য সাফাই (শেষ)। জেলা আ’লীগের একাংশ আয়োজিত সরকারি স্কুল মাঠের জনসভায় সোমবার সন্ধ্যায় সমাজকল্যাণ মন্ত্রী এই সব কথা বলেন।
জেলা আ’লীগ সহসভাপতি মো. ফিরোজের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মসুদ আহমদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রাজনগর উপজেলা চেয়ারম্যান আছকির খান, সাবেক এআইজি সৈয়দ বজলুর করীম, জেলা আলীগ সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, মহিলা আ’লীগ সভানেত্রী সৈয়দা জোহরা আলাউদ্দিন, জাসদ সভাপতি আব্দুল হক, ন্যাপের সাধারণ সম্পাদক নিহারেন্দু হোম চৌধুরী সজল, যুক্তরাজ্য আ’লীগ নেতা এম এ রহিম শহীদ, আব্দুল মতিন, ইতালী প্রবাসী আ’লীগ নেতা তাপস দেব নাথ প্রমুখ।
এরপর হরতাল অবরোধ বিরোধী একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।