মৌলভীবাজারে বিএনপি’র হঠাৎ বিক্ষোভ— ৩টি যানবাহন ভাঙচুর আহত ২
প্রকাশিত হয়েছে : ৯ ফেব্রুয়ারি ২০১৫, ১০:৩০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের হরতাল রাজনীতিতে হঠাৎ করে আজ ৯ ফেব্রুয়ারি সোমবার দুপুরে সরব হয়ে উঠলো বিএনপির খালেদা রব্বানী গ্রুপ। তারা অবরোধ ও হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে মিছিলকারীরা তিনটি যানবাহন ভাঙচুর করে । এ সময় অটোরিক্সা চালকসহ ২ জন আহত হয় ।
আজ সোমবার দুপুরে শহরের শাহমোস্তফা সড়ক থেকে জেলা বিএনপির সাধারন সম্পাদক খালেদা রব্বানী সমর্থিত বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের পুরাতন হাসপাতাল সড়ক ও সাইফুর রহমান সড়ক অতিক্রম করার সময় একটি প্রাইভেট কার, একটি সিএনজি চালিত অটোরিক্সা ও একটি ইজিবাইক ভাঙচুর করে বিক্ষোভকারীরা। তাদের এলোপাথারি আঘাতে অটোরিক্সা চালকসহ ২ জন আহত হয়। তখন সাধারণ মানুষের মধ্যে ভীতির সঞ্চার ঘটে।
ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যায়। এরপর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।