অমর একুশে গ্রন্থমেলা
প্রকাশিত হয়েছে : ৯ ফেব্রুয়ারি ২০১৫, ৮:৩৫ পূর্বাহ্ণ
লেখক-পাঠক-প্রকাশকদের প্রাণের ‘অমর একুশে গ্রন্থমেলা’ ২০১৫-এর প্রথম সপ্তাহ পার হয়েছে। ঘোরাঘুরির মাঝেই অনেকেই হয়ত বই কেনাও শুরু করেছেন। ক্রেতার প্রতি দৃষ্টি রেখে বিক্রেতা অর্থাৎ প্রকাশকরাও তাদের পণ্যসম্ভার সাজিয়ে বসেছেন এবং প্রকাশ করছেন নতুন বই। লেখক ও প্রকাশকদের কাছ থেকে পাওয়া নতুন বইয়ের প্রাকতথ্যাদি তুলে ধরতেই এই আয়োজন।
বইয়ের নাম: ওয়ান ইলেভেন: কারারুদ্ধ দিনগুলো
লেখক: আহমেদ নূর
প্রচ্ছদ: অশোক কর্মকার
বইয়ের ধরন/বিষয়: স্মৃতিকথা/ আত্মজীবনী
প্রকাশক: উৎস প্রকাশন
মূল্য: ৫৫০
আহমেদ নূর-এর ওয়ান ইলেভেন কারারুদ্ধ দিনগুলো গ্রন্থে শুরুর বর্ণনা এরকম— বড় রাস্তার পাশের বিশাল বটগাছটা তো এখন কেবল স্মৃতি, বড়দের আক্ষেপভরা গল্পের অনুষঙ্গ। পায়ে হাঁটা সেই কাদামাখা পথটি নেই। আলো নিয়ে জোনাকি পোকার ওড়াওড়িও নেই। গা ছমছম করা অন্ধকার, তাও নেই। সবকিছুই বদলে গেছে। কিন্তু বদলায়নি; সেটা স্বপ্ন। কেবল বিন্দু থেকে বৃত্তে বড় হতে থাকে স্বপ্ন। বাড়ে তার ঝলমল হাতছানি। আর আমার তৃষ্ণা বাড়ে। আকাঙ্ক্ষা বাড়ে। কিন্তু কিছুই হয়ে ওঠে না। হতাশ হই, বিফলে প্রভাত বয়ে যায় যে।
আমাদের জীবনে ওয়ান ইলেভেন এসেছিলো। সেই সময় র্যাব ধরে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন চালায় নির্ভীক সাংবাদিক সিলেট প্রেসক্লাবের তৎকালীন সাধারণ সম্পাদক দৈনিক সিলেট প্রতিদিন সম্পাদক আহমেদ নূরকে। মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে একশত পঞ্চাশ দিন কারগারে রাখে। সেই সময় কারাগারে বসে আহমেদ নূর যে দিন পঞ্জিকা লিখেন সেটাই এই বইমেলায় ওয়ান ইলেভেন কারারুদ্ধ দিনগুলো নামে গ্রন্থ আকারে বের হয়েছে।
৩৬০ পৃষ্টার এই গ্রন্থটি বইমেলার উৎস প্রকাশন-এর স্টলে পাওয়া যাচ্ছে।