ধর্মপাশায় ১৪৪ ধারা জারি
প্রকাশিত হয়েছে : ৯ ফেব্রুয়ারি ২০১৫, ৬:৫৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদর ও মধ্যনগর বাজারে বিএনপি ও আওয়ামী লীগ একই সময়ে বিক্ষোভ মিছিল এবং শান্তি মিছিলের ডাক দেওয়ায় বিশৃঙ্খলা এড়াতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
আজ ৯ ফেব্রুয়ারি সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
গতকাল ৮ ফেব্রুয়ারি রোববার দিনগত রাতে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম উপজেলা সদর ও মধ্যনগর বাজারে ১৪৪ ধারা জারি করেন।
১৪৪ ধারা জারির বিষয়টি অবহিত করতে উপজেলা সদর উপজেলা শহরের মাইকিং করা হয়েছে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।