জুড়ীতে মুক্তিযোদ্ধা এম এ মুমীত আসুক প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন
প্রকাশিত হয়েছে : ৯ ফেব্রুয়ারি ২০১৫, ৬:৪৪ পূর্বাহ্ণ
জুড়ী প্রতিনিধি ::
মৌলভীবাজারের জুড়ীতে মুক্তিযোদ্ধা এম এ মুমীত আসুক প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
গতকাল ৮ ফেব্রুয়ারি রবিবার সকালে পশ্চিম জুড়ী ইউনিয়নের চাক্কাটিলায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব এম এ মুমীত আসুকের নামে প্রতিষ্ঠিত এই প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো. শাহাব উদ্দিন এমপি।
এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, জুড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মণি, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুর রহমান সিদ্দিকী পিপিএম, জুড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. বদরুল হোসেন, জুড়ী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব আজির উদ্দিন আহমেদ, বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান সুয়েব আহমদ, উপজেলা প্রকৌশলী সাঈফুল আজম, উপজেলা শিক্ষা অফিসার মো. রফিজ মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল খালিক সোনা, সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন প্রমুখ।
বিদ্যালয় বিহীন এলাকায় ১৫ শত বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় ও এলজিইডি এর বাস্তবায়নে মুক্তিযোদ্ধা এম এ মুমীত আসুক প্রাথমিক বিদ্যালয়ের এই ভবনটি ৫৩ লক্ষ ৮ হাজার ৭ শত ৩১ টাকা ব্যায়ে ৪ তলা ফাউন্ডেশনের প্রথম তলাটি (৩ টি ক্লাস রুম, ১ টি শিক্ষক রুম, টয়লেট, ডেক্স-ব্রেঞ্চ) আগামী অক্টোবর মাসে সম্পূর্ণ হবে। আগামী জানুয়ারি মাসে এই বিদ্যালয়ে পাঠদান শুরু হবে।