হরতাল-অবরোধে সারাদেশ সহিংসতার প্রতিবাদে কমলগঞ্জ ও বড়লেখায় ১৪ দলের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৯ ফেব্রুয়ারি ২০১৫, ৫:৩৯ পূর্বাহ্ণ
হরতাল-অবরোধের নামে সারাদেশ বিএনপি-জামায়াতের হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জ ও বড়লেখায় ১৪ দল মানববন্ধন পালন করেছে। আমাদের কমলগঞ্জ ও বড়লেখা প্রতিনিধির প্রতিবেদন—
বড়লেখা
গতকাল ৮ ফেব্রুয়ারি রোববার দুপুর ২টার সময় পৌর শহরের দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, জেলা যুবলীগের সহ-সভাপতি কামরান চোধুরী।
এ সময় উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সভাপতি আব্দুল আহাদ, পৌর কাউন্সিলর তাজ উদ্দিন, বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলাম তানিম, সহ-সভাপতি সঞ্জয় দাস, সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম প্রমুখ।
ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে পৌর শহরে হরতাল বিরোধী মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।
কমলগঞ্জ
গতকাল ৮ ফেব্রুয়ারি রোববার বিকেল ৩টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ চৌমুহনা চত্বরে ‘শান্তির স্বপক্ষে মানববন্ধন’ করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিকের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সানোয়ার হোসেনের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান, উপজেলা যুবলীগ সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোশাহীদ আলী, পৌর যুবলীগ সভাপতি জুয়েল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহেদুল আলম প্রমুখ।