হরতাল-অবরোধ, দেশব্যাপী নাশকতার প্রতিবাদে রাজনগরে ছাত্রলীগের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৮ ফেব্রুয়ারি ২০১৫, ১০:৩২ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
এসএসসি পরীক্ষার সময় হরতাল-অবরোধ কর্মসূচি বন্ধের দাবিতে এবং দেশব্যাপী নাশকতার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজনগর উপজেলা ছাত্রলীগ। আজ ৮ ফেব্রুয়ারি রবিবার দুপুরে মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদের সামনে ছাত্রলীগ ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে আওয়ামীলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একাত্মতা প্রকাশ করেন।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল কাদির ফৌজির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক ছাদিকুর রহমান প্রমুখ।