আখাইলকুড়া ইউপি চেয়ারম্যান গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৮ ফেব্রুয়ারি ২০১৫, ৯:৪৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের সদর উপজেলার আখাইলকুড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ ৮ ফেব্রুয়ারি রোববার দুপুর আড়াইটার দিকে শহরের শমসেরনগর সড়ক তাকে গ্রেফতার করা হয়।
শামিম আহমদ আখাইলকুড়া ইউনিয়নের জগৎপুর গ্রামের ওয়াছির উল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মডেল থানার এসআই নাজিম ও এসআই হাশেমের নেতৃত্বে অভিযানে আজ দুপুর আড়াইটার দিকে শহরস্থ শমসের নগর সড়ক থেকে সদর উপজেলার আখাইলকুড়া ইউপি চেয়ারম্যান শামিম আহমদকে গ্রেফতার করেছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালেক জানান, শামিম আহমদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় গাড়ি ভাঙচুর ও নাশকতার মামলা রয়েছে।
মডেল থানার এসআই নাজিম ও এসআই হাশেম গ্রেফতারের বিষয়টি স্বীকার করে বলেন, শামিম আহমদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় গাড়ি ভাঙচুর, নাশকতা ও পুলিশ অ্যাসল্ট মামলা রয়েছে।