হরতাল অবরোধে মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে বড়লেখায় মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৮ ফেব্রুয়ারি ২০১৫, ৫:২০ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
পেট্রোল বোমা দিয়ে নিরীহ মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে গতকাল ৭ ফেব্রুয়ারি শনিবার মৌলভীবাজারের বড়লেখায় স্বাস্থ্য বিভাগ মানববন্ধন করেছে।
শনিবার সকাল সাড়ে এগারটায় পৌর শহরের থানা গেইটের সম্মুখে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, নার্স, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মচারীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. কমল রতন সাহা, স্বাস্থ্য পরিদর্শক রজত কান্তি গুপ্ত, সেলিম রেজা প্রমুখ।
আধ ঘন্টা ব্যাপী রাস্তায় দাড়িয়ে মানবন্ধন চলাকালীন সময়ে বক্তারা চোরা গোপ্তার মতো রাতের আঁধারে পেট্রোল বোমা দিয়ে নিরীহ মানুষ মারার প্রতিবাদ করেন।