মৌলভীবাজারে হরতাল অবরোধ সহিংসতার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৭ ফেব্রুয়ারি ২০১৫, ১১:১৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
আন্দোলন আর অবরোধের নামে পেট্রোল বোমা দিয়ে নিরীহ মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে মৌলভীবাজারে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এবং স্বাস্থ্য বিভাগে কর্মরত পেশাজীবীরা মৌলভীবাজারে মানববন্ধন ও সমাবেশ করেছে।
আজ ৭ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে এগারোটায় শহরের চৌমোহনা চত্বরে জেলা সমাজতান্ত্রিক দল জাসদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জাসদের নেতাকর্মী ছাড়াও অভিভাবক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে সংহতি প্রকাশ করেন। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ১৪ দলের সমন্বয়ক ও জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ, জেলা জাসদের সভাপতি এম এ হক, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল প্রমুখ।
এদিকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের সামনে চিকিৎসক, নার্স, প্যারামেডিকসহ কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছে। এ সময় বক্তব্য রাখেন বিএমএ জেলা সভাপতি ডা. সাব্বির আহমদ খান, ডা. পলাশ রায় প্রমুখ ।
এ সময় বক্তারা আন্দোলনের নামে নাশকতা, পেট্রোলবোমা মেরে মানুষ পোড়ানো বন্ধ এবং নিরাপদে সন্তানদের পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে আহ্বান জানান।