রাজনগরে দুই পক্ষে সংঘর্ষ, আহত ২৫, আটক ৩
প্রকাশিত হয়েছে : ৭ ফেব্রুয়ারি ২০১৫, ১১:০৭ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগরে আমীরপুরে পূর্ব সংঘর্ষের জের ধরে আবারো সংঘর্ষের ঘটনা ঘঠেছে। এ ঘটনায় ২৫ জন আহত হয়েছেন। এদিকে সংঘর্ষের সময় একটি ঘরে আগুন ও ৪টি ঘর ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষে গুরুতর আহত ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও অন্যান্যদের মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ৩ জনকে আটক করেছে। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গতকাল ৬ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা রাতে এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে পাঁচগাঁও ইউনিয়নের আমিরপুরে ফুটবল খেলার মাঠে ওই গ্রামের ইয়ামিন (১৬) ও তাজেল (১৭) বাগবিতণ্ডা হয়। এ নিয়ে তাজেল ও ইয়ামীনের আত্মীয়-স্বজনরা দেশিয় অস্ত্র নিয়ে সন্ধ্যায় সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ২০ জন আহত হন।
সংঘর্ষের সময় এক পক্ষের ১টি ঘরে আগুন ও ৪টি ঘর ভাঙচুর করা হয়। সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন- ইজাব মিয়া (৪৭), বাবেল মিয়া (২০), মিনহাজ মিয়া (৪২), বাচ্চু মিয়া (৩৫), রিমন মিয়া (১৮), রুবেল মিয়া (২০), শাওন মিয়া (১৪), ইয়াছিন (৩২), সুয়েব মিয়া (২৮), পুরুষ আলী (৩৫), আতাই মিয়া (৪৫), শাহেদ মিয়া (২৫), বাবুল মিয়া (৪০), আছিল হক (২৮), খাইরুল (১৬), আব্দুর রহমান (১২), ছুলেমান (৩২), রাশমিন (৩০), মাখন মিয়া মিয়া (৪০)।
সংঘর্ষে গুরুতর আহত ইজাব মিয়া ও বাবেল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ এবং বাকিদের মৌলভীবাজার ও রাজনগর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এ দিকে খবর পেয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্শকর্তা (ওসি) শামছুদ্দোহা পিপিএম অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পুলিশ সফর মিয়া ( ৩০) , রুকুব মিয়া (৩৬) ও তুফায়েল মিয়া (৪২) কে আটক করে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।