ফুল ও মিষ্টি দিয়ে বরণ
প্রকাশিত হয়েছে : ৭ ফেব্রুয়ারি ২০১৫, ৯:৪৬ পূর্বাহ্ণ
সিলেট-ঢাকা রেলপথের শমশেরনগর স্টেশনে আন্তনগর কালনি ট্রেনের স্টপেজ শুরু হলে উদ্বোধনী দিনে ফুল দিয়ে বরণ করে ঢাকাগামী যাত্রী ও শমশেরনগর বাসী। গতকাল ৬ ফেব্রুয়ারি শনিবার সকাল ৮টা ১০ মিনিটে শমশেরনগর স্টেশনে ঢাকাগামী আন্তনগর কালনি ট্রেন এসে থামার পর ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
শমশেরনগরে ঢাকা-সিলেট পথে চলাচলকারী আন্তনগর কালনি ট্রেনের নতুন স্টপেজ হওয়ার খবর শোনার পর থেকে স্থানীয়ভাবে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল। বিগত চার পাঁচ বছর ধরে প্রথমে ঢাকা-সিলেট পথে চলাচলকালী আন্তনগর পারাবত ট্রেনের স্টপেজের জন্য এলাকাবাসী দাবি জানিয়ে রেলপথ মন্ত্রণালয়ে আবেদন করেন। সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর উদ্যোগে শমশেরনগরে আন্তনগর কালনি এক্সপ্রেস ট্রেনের স্টপেজের উদ্যোগ গ্রহণ করা হয়। দীর্ঘ এক বছরে কয়েক দফা সরেজমিন তদন্ত্রক্রমে রেলপথ মন্ত্রণালয় শমশেরনগরে আন্তনগর কালনি এক্সপ্রেস ট্রেনের স্টপেজের অনুমতি প্রদান করেন।
শুরুতে ৫টি শোভন চেয়ার ও ১৫টি শোভন আসন বরাদ্ধ করা হয় এ স্টেশনের জন্য পর্যায়ক্রমে আরো আসন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। উদ্বোধনী দিনে সকালে ঢকাগামী কালনি ট্রেনের বিশজন যাত্রী, ট্রেনের চালক ও পরিচালককে ফুল দিয়ে বরণ করে তাদের মিষ্টিমুখ করে শমশেরনগরবাসীর পক্ষে শুভেচ্ছা জানানো হয়েছে।
রাত ৯টায় ঢাকা থেকে সিলেটগামী কালনি ট্রেন শমশেরনগর আসলে সমাজকল্যাণ মন্ত্রী আনুষ্ঠানিকভাবে স্টপেজের উদ্বোধন করবেন।
লেখা ও ছবি : জয়নাল আবেদীন, কমলগঞ্জ।