কুলাউড়ায় বাসে আগুন দিল দুর্বৃত্তরা
প্রকাশিত হয়েছে : ৭ ফেব্রুয়ারি ২০১৫, ৯:১৮ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
কুলাউড়ায় ওয়ার্কশপে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ ৭ ফেব্রুয়ারি শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাজারে এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ব্রাহ্মণবাজারে পশ্চিম বাজার বরমচাল- ভাটেরা সড়কের পাশের একটি ওয়ার্কশপে ১৫-২০ দিন থেকে মেরামতের জন্য রাখা রিয়াদ এন্ড মিশা (জ-১১-০১৪০) পরিবহনের বাসে ভোরে কে বা কারা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল ও পুলিশের পেট্রোল দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।
কুলাউড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত)আতিকুর রহমান ঘটনাস্থল পরির্দশন করেছেন।
এব্যাপরে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেরামতের জন্য ওয়ার্কশপে থাকা বাসটি ইঞ্জিনবিহীন ছিল। বাসের মালিক ইঞ্জিন খুলে মেরামতের জন্য নিয়ে যায়। কিভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হবে। এ পর্যন্ত মামলা হয়নি।