প্রধান বিচারপতি এস কে সিনহা অভ্যর্থিত হলেন কমলগঞ্জে
প্রকাশিত হয়েছে : ৬ ফেব্রুয়ারি ২০১৫, ১২:২৩ অপরাহ্ণ
জয়নাল আবেদীন, কমলগঞ্জ ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নিজ গ্রাম তিলকপুরে অভ্যর্থিত হলেন বাংলাদেশের প্রধান বিচারপতি এস কে সিনহা। প্রধান বিচারপতি হিসেবে শপথ নেয়ার পর এস কে সিনহার এটাই প্রথম সফর কমলগঞ্জে। মণিপুরী সমাজ (বিষ্ণুপ্রিয়া, মৈতৈ ও পাঙাল) ও উপজেলাবাসীর উধ্যোগে অভ্যর্থনা প্রদান করা হয়। আজ ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে দিনব্যাপী নানা আয়োজনের পর রানীর বাজার দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিকাল সাড়ে ৩টায় এ অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রধান বিচারপতি এলাকায় আগমন উপলক্ষে অসংখ্য তোরণ নির্মাণসহ সকাল ১০ কমলগঞ্জ উপজেলা সদরের ময়না চত্বরে উপজেলাবাসীর পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান ফুল দিয়ে বরণ করে নেন।
আলীনগর ইউনিয়নের তিলকপুর মণিপুরী পল্লীর প্রবেশদ্বারে মণিপুরীদের সামাজিক রীতি অনুযায়ী এলাকা জুড়ে রাস্তার দুপাশে দাঁড়িয়ে শত শত মণিপুরী তরুণ-তরুণী ফুল ছিটিয়ে তাঁকে বরণ করে নিজ বাসভবন “আশীর্ব্বাদ” গেট পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এরপর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যর্থনা মঞ্চে মণিপুরী পালা কীর্তন অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৩টা থেকে মণিপুরী সম্প্রদায়ের বিষ্ণুপ্রিয়া, মৈতৈ ও পাঙাল সম্প্রদায়ের ঐক্যবদ্ধ উদ্যোগে চিকিৎসক নন্দ কিশোর সিনহার সভাপতিত্বে অভ্যর্থিত ব্যক্তি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি এস কে সিনহা।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিচারপতি ভবানী প্রসাদ সিনহা, প্রধান বিচারপতি এস কে সিনহার স্ত্রী সুষমা সিনহা, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান, জেলা পুলিশ সুপার মো. তোফায়েল আহমদ, জেলা দায়রা জজ মনির আহমদ পাঠোয়ারী, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, মুখ্য বিচারিক হাকিম মোমতাজ বেগম।
অনুষ্ঠান স্থলে অভ্যর্থিত প্রধান বিচারপতি আরোহনের পূর্বে ৪ মণ ওজনের রাজঘণ্টা বাজানো। প্রায় সাড়ে ৪শত বছর পূর্বে রাজ পরিবারে বাজানো হতো এই রাজঘণ্টা। এর পর জাতীয় সংগীত পরিবেশনের পর পবিত্র গীতা পাঠ ও কুরআন তেলওয়াত শেষে অভ্যর্থিত প্রধান বিচারপতির উদ্দেশ্যে মাণপত্র পাঠ করেন আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক কৃষ্ণ কান্ত সিংহ।
স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার মুখ্য বিচারিক হাকিম শ্যাম কান্ত সিংহ। বক্তব্য রাখেন সদস্য সচিব বিশ্বজিৎ সিংহ. অ্যাড. এ এস এম আজাদুর রহমান প্রমুখ। প্রধান বিচারপতির অভ্যর্থনা অনুষ্ঠানে হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেট জেলার মুখ্য বিচারিক হাকিমগণও উপস্থিত ছিলেন।
অভ্যর্থনা শেষে মণিপুরী ললিতকলা একাডেমি ও মণিপুরী থিয়েটারের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।