জুড়ীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি
প্রকাশিত হয়েছে : ৬ ফেব্রুয়ারি ২০১৫, ১১:১২ পূর্বাহ্ণ
জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে সাংবাদিক প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জুড়ী থানায় একটি জিডি করা হয়েছে। এ বিষয়ে অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
জানা গেছে, দৈনিক ভোরের কাগজ পত্রিকার জুড়ী উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে দীর্ঘদিন থেকে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির প্রতিবেদন করে আসছে। এ কারণে সম্প্রতি কিছু ব্যক্তি তার ওপর ক্ষুব্ধ হয়ে আছে। গত ২৮ জানুয়ারি বুধবার রাত আটটায় অজ্ঞাতনামা এক ব্যক্তি তার মোবাইলফোনে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। সম্প্রতি পত্রিকায় প্রকাশিত দুটি সংবাদের বিষয় তুলে ধরে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কেন সংবাদ পরিবেশন করেছে সে ব্যাপারেও কৈফিয়ত চায় ওই ব্যক্তি। সুমনসহ তার পরিবারের সদস্যদের বিভিন্ন মামলায় ফাঁসানোরও হুমকি দেন দুর্বৃত্তরা।
এ ঘটনার পর থেকে সাংবাদিক সাইফুল ইসলাম সুমন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে জুড়ী থানায় তিনি একটি জিডি করেছেন (জিডি নং-৯৬৯, তাং ২৯/০১/২০১৫ইং)।
এদিকে এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়ে জুড়ী উপজেলা প্রেসক্লাব বিবৃতি দিয়েছে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রহমান সিদ্দিকী (পিপিএম) সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।